শুক্রবার ১৩ বৈশাখ, ১৪৩১ ২৬ এপ্রিল, ২০২৪ শুক্রবার

ঢাকায় এসকর্ট সার্ভিসের সাত জন গ্রেফতার

বিষেরবাঁশী ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ঢাকায় এসকর্ট সার্ভিস দেওয়া একটি দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজ অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রাজধানীর গুলশান ও বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মাসুদুর রহমান বলেন, ‘রবিবার (১৫ এপ্রিল) রাতে সিটিটিসির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম গুলশান ও বাড্ডা এলাকায় অভিযান করে তাদের গ্রেফতার করে।’
তিনি জানান, ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে Online Escorts Service Provider পরিচয় দিয়ে অসামাজিক কার্যকলাপের অপরাধে ওই সাত জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো মাহমুদ (২২), আসিফ হাসান তুষার (২৮), কাজী কাদের নেওয়াজ (২৫), রেজওয়ান উল হায়দার (২৮), সৈয়দ বিপ্লব হাসান (২৩), মোস্তফা মোশারফ (২৫) ও নুরুন্নাহার নুরী (১৯)।
তাদের কাছ থেকে চারটি মোবাইল, একটি ট্যাব, একটি হার্ডডিস্ক, ডিজে পার্টিতে প্রবেশের ১৩টি টিকিট ও ডিজে পার্টির ৯টি পোস্টার জব্দ করা হয়েছে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা ফেসবুক আইডি, Facebook Groups, Facebook Page, You Tube Channel-সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের Online Escorts Service Provider পরিচয় দিয়ে বিভিন্ন বয়সের নারীদের দিয়ে Escorts Service-এর ব্যবসা করে আসছিল। তারা বিভিন্নভাবে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মিডিয়ায় অশালীন ছবি দিয়ে নানা ধরনের প্রচারণা চালাতো। সঙ্গে দেওয়া হতো মোবাইল নম্বর।
ডিএমপি বলেছে, তাদের কার্যক্রম বাংলাদেশ সরকারসহ এ দেশের ধর্ম ও ঐতিহ্যে আঘাত হানে এবং বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/মিতু

Categories: আইন-আদালত

Leave A Reply

Your email address will not be published.