শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত

বিষেরবাঁশী ডেস্ক: কোটা সংস্কা‌র দা‌বি‌তে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছেন সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। আজ বুধবার সকাল ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন হলের শিক্ষার্থীরা এসে অবস্থান নেন।

তারা কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের প্রতিবাদ জানান। এ ছাড়া গতকাল রাতে আন্দোলনে অংশ নেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রী মোর্শেদা খানমের ওপর হামলার প্রতিবাদ জানান। তারা নির্যাতনকারী ওই হলের ছাত্রলীগ সভাপতি (বহিষ্কৃত) ইফফাত জাহান ইশার কঠোর শাস্তি দাবি করেন।

মঙ্গলবার দিবাগত রাত ৮টায় আন্দোলন স্থগিত করে পরদিন অর্থাৎ আজ বুধবার সকাল ১১টায় পুনরায় কর্মসূচি শুরুর ঘোষণা দেয়া হয়। তবে মধ্যরাতে হঠাৎ উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

মঙ্গলবার সন্ধ্যায় তারা ঢাবিসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালনের ঘোষণা দেন।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: শিক্ষা

Leave A Reply

Your email address will not be published.