শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র উপর ভ্যাট বসানো হবে: অর্থমন্ত্রী

বিষেরবাঁশী ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যে কোনও মূল্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র উপর ভ্যাট বসানো হবে। ছাত্রদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের মালিকরা কিভাবে তা আদায় করবে সেটা তাদের বিষয়। আমরা এ ব্যাপারে কোনও ছাড় দেব না।

আজ সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দৈনিক পত্রিকার সম্পাদক ও টেলিভিশনের প্রধান নির্বাহীদের সাথে এক প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী বাজেটে কর্পোরেট ট্যাক্স কমানো হবে। নিউজপ্রিন্টের আমদানি শুল্ক কমানো হবে। এবং কেবল টিভি ব্যবস্থাপনাকে ডিজটালাইজড করা হবে। এ ক্ষেত্রে বাংলাদেশে এখন যেসকল ভারতীয় টিভি চ্যানেল দেখানো হয় তার খরচ বাড়বে।

বিষেরবাঁশী.কম/ সংবাদদাতা/ হীরা

Categories: অর্থনীতি,শিক্ষা

Leave A Reply

Your email address will not be published.