শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

বিএসএমএমইউতে খালেদা জিয়া

বিষেরবাঁশী ডেস্ক: বিএসএমএমইউতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে আনা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে পৌঁছান তিনি। শনিবার বেলা সোয়া ১১টার সময় তাকে এই হাসপাতালে নেওয়ার জন্য কারাগার থেকে বের করা হয়।

এর আগে সরকার গঠিত মেডিক্যাল বোর্ড কারা কর্তৃপক্ষকে রক্ত পরীক্ষা ও এক্সরে করানোর জন্য খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়ার পরামর্শ দিয়েছিল।

এদিকে শনিবার সকাল থেকেই নাজিমউদ্দিন রোডে পুরাতন কারাগার থেকে শাহবাগ পর্যন্ত রাস্তায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে যেসব অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেগুলো পিছিয়ে দেওয়া হয়েছে। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিএসএমএমইউ হাসপাতালেও।

রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার এ বিষয়ে বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া হতে পারে। সেজন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

এদিকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফাইয়াজ শুভ বলেন, ‘আমরা শুনেছি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিএসএমএমইউতে আনা হতে পারে। তবে এ ব্যাপারে আমাদের কাছে নিশ্চিত কোনও তথ্য নেই। উনি যাবেন কিনা সেটাও আমরা জানি না।’

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: রাজনীতি

Leave A Reply

Your email address will not be published.