শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

না’গঞ্জে ৩ সাংবাদিকের নামে মামলা: বিএমএসএফ’র প্রতিবাদ

বিষেরবাঁশী ডেস্ক: নারায়নগঞ্জের ফতুল্লার শ্রমিকলীগ নেতা কাউছার আহমেদ পলাশ কর্তৃক ৩ সাংবাদিকের নামে মামলা দায়েরে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

সম্প্রতি নারায়ণগঞ্জের প্রবীন সাংবাদিক আলহাজ্ব হাবিবুর রহমান বাদল, দৈনিক যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান, সময়ের নারাযণগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল সহ জাতীয় দৈনিক যুগান্তর ও ইত্তেফাকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিবৃতি প্রদান করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

৬ এপ্রিল এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর আহমেদ মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিবৃতিতে বলা হয় দেশের সংবাদপত্র ও সাংবাদিকের টুঁটি চেপে ধরার চেষ্টা নতুন কিছু নয়। অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধ হয়রাণীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। নইলে দেশের সাংবাদিকদের একত্রিত করে কঠোর আন্দোলনের মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিহত করা হবে।

বিষেরবাঁশী.কম/প্রেস বিজ্ঞপ্তি/ হীরা

 

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.