বিষেরবাঁশী ডেস্ক: শ্রমিকলীগ নেতা কাউছার আহমেদ পলাশ কর্তৃক ৩ সাংবাদিকের নামে মামলা দায়েরে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ফতুল্লা প্রেস ক্লাব কর্তৃপক্ষ। পাশাপাশি এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
সম্প্রতি নারায়ণগঞ্জের প্রবীন সাংবাদিক আলহাজ্ব হাবিবুর রহমান বাদল, দৈনিক যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান, সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল সহ জাতীয় দৈনিক যুগান্তর ও ইত্তেফাকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিন এবং সাধারন সম্পাদক আবদুর রহিমসহ ক্লাব নেতৃবৃন্দ।
বিবৃতেতে নেতৃবৃন্দ বলেন, হুমকী দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না। বিগত দিনে কেউ সাংবাদিকের কলম বন্ধ করতে পারেনি আগামীতেও কেউ পারবে না। এই মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে। ফতুল্লা প্রেস ক্লাব নেতৃবৃন্দ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিষেরবাঁশী.কম/প্রেস বিজ্ঞপ্তি/ হীরা