শুক্রবার ১৩ বৈশাখ, ১৪৩১ ২৬ এপ্রিল, ২০২৪ শুক্রবার

লিভারপুলে বিধ্বস্ত গার্দিওয়ালার ম্যানসিটি

বিষেরবাঁশী ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে বড় ধাক্কা দিল লিভারপুল। প্রথম লেগের কোয়ার্টার ফাইনালে অ্যাওয়ে ম্যাচে লিভারপুলের কাছে ০-৩ গোলে হেরে বসেছে পেপ গার্দিওয়ালার দল। ম্যাচের প্রথমার্ধেই ম্যানসিটিকে তিনটি গোল হজম করতে হয়। ১২ মিনিটের মাথায় রবার্তো ফার্মিনোর পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। রবার্তোর শট প্রতিহত হয়ে তার কাছে ফিরলে তা সালাহর দিকে বাড়িয়ে দেন ফার্মিনো। ক্লোজ রেঞ্জার শটে বল ম্যানসিটির জালে জড়িয়ে দেন মিশরীয় তারকা। ২০ মিনিটে জেমস মিলনারের পাস থেকে গোল করে লিভারপুলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স অক্সলেড চেম্বারলেন। ৩১ মিনিটে স্বাগতিকদের হয়ে তৃতীয় গোল করেন সাদিও মান। এখানেও তাঁকে গোল করার জন্য পাস বাড়িয়ে দেন সালাহ। তবে বেশ কয়েকটা সংঘবদ্ধ আক্রমণে উঠলেও লিভারপুলের বক্সে আটকে যেতে হয় ম্যানসিটিকে। পুরো ম্যাচে লিভারপুলের গোল লক্ষ্য করে একটিও সরাসরি শট নিতে পারেননি গ্রাবিয়েল জেসুসরা। বরং লিভারপুলের ক্রমাগত আক্রমণ প্রতিহত করার চেষ্টায় হলুদ কার্ড দেখে বসেন জেসুস, কেভিন ডি’ব্রুইন, নিকোলাস ওতামেন্দি ও রহিম স্টার্লিং। সিটির ঘরের মাঠে ফিরতি লেগের খেলা এখনও বাকি। তারপরও লিভারপুল এই ফর্ম ধরে রাখতে পারলে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার থেকেই বিদায়ঘন্টা বাজতে পারে ম্যানচেস্টার সিটির।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/মিতু

Categories: খেলাধূলা

Leave A Reply

Your email address will not be published.