বৃহস্পতিবার ৫ বৈশাখ, ১৪৩১ ১৮ এপ্রিল, ২০২৪ বৃহস্পতিবার

খালেদা জিয়ার মতো সুবিধা কারাগারে আর কেউ পায়নি

বিষেরবাঁশী ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া কারাগারে যে সুবিধা পাচ্ছেন, তা আজ পর্যন্ত আর কেউ পাননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি  বলেন, ‘শীতাতপ নিয়ন্ত্রিত সুবিধা কোনও ডিভিশনে দেওয়া হয়  না। কিন্তু খালেদা জিয়া তা পাচ্ছেন। তার সঙ্গে একজন সেবিকা চেয়েছেন, তার ব্যাক্তিগত সেবিকাকে দেও য়া হয়েছে। তিনি যদি আরও কাউকে চান, তাও দেওয়া হবে। তার মতো সুবিধা এর আগে কেউই পায়নি।’বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ কী, তা জানার আগেই বিদেশে পাঠাতে চান বিএনপি নেতারা। তাহলে কি বিএনপি চায়, খালেদা জিয়া বিদেশ চলে যাক?’বিএনপি নেতাদের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব সংবাদ সম্মেলন করে বলেছেন, গত ১০ বছরে দেশে গণতন্ত্রের কবর হয়েছে। আমি বলতে চাই, বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ও নির্বাচন বানচাল করে গণতন্ত্রের কবর দিতে ব্যর্থ হয়েছে বলেই তাদের এত জ্বালা।’বিভিন্ন জনসভায় প্রধানমন্ত্রী কেন ভোট চান, সে বিষয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নির্বাচিত হওয়ার পর থেকেই ভোট চাওয়া একজন প্রধানমন্ত্রীর রাজনৈতিক অধিকার। আপনারাও জনগণের কাছে যান, ভোট চান। আপনাদের তো কেউ বাধা দেয়নি। রিজভী সাহেব উদ্ভ্রান্তের মতো বক্তব্য দেন। রিজভীসহ বিএনপির অন্যান্য নেতারাও উদ্ভ্রান্তের মতো আচরণ করেন।’
সরকারের কাছ থেকে নেওয়া জমিতে বিএনপির কোন কোন নেতা পাঁচ তারকা হোটেল তৈরি করেছেন, তার হিসাব সরকারের কাছে আছে বলে মন্তব্য করেছেন ড. হাছান মাহমুদ। দুদকের পক্ষ থেকে বিএনপি নেতাদের সম্পদের হিসাব তলব প্রসঙ্গে তিনি বলেন, ‘দুদকের অনুসন্ধান করার খবরেই তারা সংবাদ সম্মেলন করলেন। আওয়ামী লীগের অনেক নেতার নামেও তো দুদকের মামলা চলছে। তাদের মামলায় অনেক মন্ত্রীও আদালতে হাজিরা দেন। বিএনপির বিপক্ষে কাজ করলে দুদক হয়ে যায় পক্ষপাতদুষ্ট। তাহলে আওয়ামী লীগের বিপক্ষে কাজ করলে কোন দুষ্ট হয়?’
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আপনারা সরকারের কাজের সমালোচনা করবেন, পাশাপাশি ভালো কাজের কথাও আপনাদের রিপোর্টে তুলে ধরবেন।’

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/মিতু

Categories: রাজনীতি

Leave A Reply

Your email address will not be published.