বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

যদি জাতীয় পার্টি করি তাহলে আমার নেতাকর্মী কোথাও হাত পাতবে না: সেলিম ওসমান

বিষেরবাঁশী ডেস্ক: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান বলেছেন, আমি যদি কোন অন্যায় করে থাকি তা হলো, আমি জাতীয় পার্টির নেতাকর্মীর সঙ্গে গত চার বছর যাবত প্রচন্ড পরিমানে অন্যায় করেছি। জাতীয় পার্টির নেতাদের মূল্যায়ন করি নাই। আমি আপনাদের বলেছি, আমি অন্যায় করেছি। আমি আজকে আপনাদের নেতার সামনে ক্ষমা চাচ্ছি। আমি দিক নির্দেশনা চাই। আমি যদি জাতীয় পার্টি করি তাহলে আমার নেতাকর্মী কোথাও হাত পাতবে না। তারা সমন্বয় ভিত্তিক হলেও সাবলম্বী হবে।

শনিবার (৩১ মার্চ) দুপুরে উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন৷

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহিন, সাবেক ছাত্রনেতা জিয়াউদ্দিন বাবলু ও প্রমুখ৷

সেলিম ওসমান আরও বলেন, এ সমস্ত নেতাকর্মীদের এতো চাহিদা ছিল না, মনে হয়তো দুঃখ ছিল। আমি তাদেরকে সময় দিতে পারি না। আমি রাত বারোটা পর্যন্ত কাজ করি৷ আমি একজন কৃষক, আমি একজন গার্মেন্ট’স হকার৷ আমার এখানে সাড়ে চারশো মানুষ কাজ করে৷ প্রতি মাসে সাড়ে ছয় কোটি টাকা বেতনের জন্যই খরচ হয়৷ আমি আমার পরিবারকে সময় দিতে পারি না।

প্রধান অতিথিকে উদ্দেশ্য করে সেলিম ওসমান বলেন, একটাই স্বপ্নই আপনি দেখেছেন, উন্নয়নের স্বপ্ন৷ আমি গত চার বছরে ৪৫ কোটি টাকা আমি খরচ করেছি৷ আপনাকে আমি একাউন্টস ও ট্যাক্সও দেখাতে পারবো৷ সাতটা ইউনিয়নে সাতটা স্কুল তৈরি করেছি৷

হুসাইন মোহাম্মদ এরশাদকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আমি জাতীয় পার্টির কোন কমিটি এখানে পাই নাই৷ আমি নিজেও জাতীয় পার্টির একজন সাধারন সদস্য৷ আমি আপনার নির্দেশ অনুযায়ী, আমার নেতাকর্মীদের সঙ্গে কয়েকবার বৈঠক করেছি৷ আমি একটা কথাই বলেছি, আমি মৃত নাসিম ওসমানের জায়গায় প্রোক্সি দিচ্ছি৷ নাসিম ওসমানের যে স্বপ্নগুলি ছিল সেটা বাস্তবায়িত করার পরে সিদ্ধান্ত নেবো, আমি জাতীয় পার্টিতে থাকবো নাকি থাকবো না৷ আমি এর আগে কয়েকবার নারায়ণগঞ্জ ক্লাবে, বন্দরে এ সমস্ত নেতাকর্মীদের নিয়ে বসছি৷ আজকে আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে যে পাঁচশো নেতাকর্মী এসেছেন তাদের একেকজনের পাঁচশো করে কর্মী দেয়ার ক্ষমতা রয়েছে৷

বিষেরবাঁশী.কম/ সংবাদদাতা/ হীরা

Categories: নারায়ণগঞ্জের খবর,রাজনীতি

Leave A Reply

Your email address will not be published.