শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

শিল্পী শাম্মী আখতারের পাশে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর তহবিল থেকে সুচিকিৎসায় অসুস্থ খ্যাতিমান কণ্ঠশিল্পী শাম্মী আখতারকে ৫ লাখ টাকা প্রদান করা হয়েছে। ১১ দিন হাসপাতালে কাটিয়ে বাসায় ফিরেছেন ক্যান্সারে আক্রান্ত এই শিল্পী। ৫ বছর ধরে ক্যান্সারে ভুগছেন ‘চিঠি দিও প্রতিদিন’, ‘ওই রাত ডাকে ওই চাঁদ ডাকে’ খ্যাত শিল্পী শাম্মী আখতার। সম্প্রতি তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই সাড়া আসে। দেড় মাস আগে এ আবেদন করে পরিষদ। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় এবং সহ-সভাপতি ‘একুশে পদক’প্রাপ্ত গণসংগীতশিল্পী মাহমুদ সেলিম শিল্পীর হাতে প্রধানমন্ত্রীর চেক তুলে দেন। সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, ‘গুণী এই শিল্পীর শারীরিক অবস্থা সঙ্গিন। দ্রুত তাকে বিদেশে নিয়ে যাওয়া প্রয়োজন। তার পরিবারও চিকিৎসার ব্যয়ভার নির্বাহ করতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছে। একমাত্র ছেলে আর অবসরপ্রাপ্ত রেডিও কর্মকর্তা স্বামীর চেষ্টাতেই চলছে তার চিকিৎসা। তার দায়িত্ব রাষ্ট্রের নেয়া উচিত।’ শিল্পী শাম্মী আখতারের স্বামী আকরামুল হক বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। রাষ্ট্র যদি তার চিকিৎসার দায়িত্ব নেয় তবে কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আর কিছু বলার নেই। তবে সাহায্যের কোনো আবেদন পরিবার করবে না।’

বিষেরবাঁশী.কম/ডেস্ক/নিঃতঃ

 

Categories: বিনোদন

Leave A Reply

Your email address will not be published.