শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

শ্রীমঙ্গলে পাহাড় কেটে বাড়ি নির্মাণ

বিষেরবাঁশী ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড় কেটে বাড়ি নির্মাণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত দুইজনকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভবানপুর গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড় কাটার পেয়ে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভবানপুর এলাকার সোয়া এক কেয়ার জায়গার উপরে মাটি কাটার মেশিন এক্সেবেটর দিয়ে মাটি কাটার কাজে নিয়োজিত ওই এলাকার মৃত. ছাদ্দক মিয়ার দুই ছেলে আব্রু মিয়া (৬০) ও ফজর মিয়াকে (৫৫) হাতেনাতে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে নিয়ে আসা হয়। এ অভিযানে এক্সেবেটর মেশিনটি জব্দ করে মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান চৌধুরীর জিম্মায় রাখা হয়।

পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ‘খ’ ধারা অনুযায়ী পাহাড় কাটা বিধি নিষেধ অমান্য করার অপরাধে তাদেরকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হলে আটককৃতরা নগদ ৫০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে সেলামি প্রদানপূর্বক মুক্তি পায়।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.