শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

হবিগঞ্জে ভারতীয় শাড়ি ও গাঁজা জব্দ

বিষেরবাঁশী ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ১শ পিস ভারতীয় শাড়ি ও ১২ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে পৃথক অভিযান চালিয়ে এগুলো জব্দ করেন সীমান্ত ফাঁড়ির সদস্যরা।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান, সকাল সাড়ে ৯টার দিকে মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার জয়েন উদ্দিনসহ একদল বিজিবি সদস্য উপজেলার গউছপুর এলাকায় গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ১২ কেজি গাঁজা রেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে উল্লেখিত গাঁজা জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা।

অপরদিকে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার সাইদুর রহমানসহ একদল বিজিবি সদস্য উপজেলার শিয়ালউড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান আঁচ করতে পেরে চোরাকারারীরা ১শ পিস ভারতীয় শাড়ি রেখে পালিয়ে যায়। পরে শাড়িগুলো জব্দ করে বিজিবি। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকা বলে জানান অধিনায়ক আসাদুজ্জামান।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: অপরাধ ও দুর্নীতি,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.