বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

আগাম নির্বাচনের বিষয়টি বিবেচনা করছেন জাপানের প্রধানমন্ত্রী

বিষেরবাঁশী ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী মাসেই আগাম নির্বাচন দেয়ার বিষয়টি বিবেচনা করছেন। সংবাদ মাধ্যমের খবরে রবিবার এ কথা বলা হয়। খবর এএফপির।

বলা হচ্ছে, উত্তর কোরিয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার কারণে প্রায় তলানিতে ঠেকে যাওয়া অ্যাবের জনপ্রিয়তা পুনরায় বাড়তে শুরু করেছে। এ প্রেক্ষিতে ক্ষমতাসীন দলের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি আগামী ২২ কিংবা ২৯ অক্টোবর আগাম নির্বাচন আয়োজনের কথা উল্লেখ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি ও দলীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে জিজি প্রেস ও আশাই শিমবুনের খবরে এ কথা বলা হয়। অন্যান্য সংবাদ মাধ্যমও একই খবর প্রচার করে। তবে তারা নির্বাচন আয়োজনের সময়সীমা ডিসেম্বর হতে পারে বলেও জানায়।

এদিকে আগাম নির্বাচনের খবর নিশ্চিত করতে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পাটির্র (এলডিপি) কর্মকর্তাদের কাউকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে অ্যাবের জনপ্রিয়তা জুলাই মাসে সর্বনিম্ন অবস্থান করছিল। কিন্তু উত্তরকোরিয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিশ্ব উত্তেজনার প্রেক্ষাপটে তার জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে শুরু করে। বর্তমানে তার জনপ্রিয়তা ৪০ শতাংশে অবস্থান করছে। -বাসস

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.