শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

হাকালুকি হাওরে ধরা পড়ছে রূপালী ইলিশ

বিষেরবাঁশী ডেস্ক: দেশের সর্ববৃহৎ জলাভূমি মৌলভীবাজার জেলার হাকালুকি হাওরের বড়লেখা অংশে জেলেদের জালে ধরা পড়ছে রূপালী ইলিশ। প্রতি বর্ষা মৌসুমে হাকালুকি হাওরে ছোট আকারের ২ থেকে ৪টি ইলিশ ধরা পড়লেও এবার বড় আকারের ও সংখ্যায় বেশি ধরা পড়ায় উত্ফুল্ল হাওর পাড়ের জেলেরা। গত কয়েক দিন ধরে হাকালুকি হাওরে ব্যাপক ইলিশ ধরা পড়ছে। এগুলো বড়লেখা উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে।

দীর্ঘ প্রায় ৩ মাসের বন্যায় হাকালুকি হাওরপারের মত্স্যজীবী সম্প্রদায় হাওরের ভাসান পানিতে জাল ফেলে মাছের দেখা পায়নি। এ অঞ্চলের জেলেদের জীবিকার প্রধান উৎস হাওরের মাছ শিকার। কিন্তু হাওরের জলে মাছ না পাওয়ায় হাকালুকি তীরবর্তী বড়লেখার জেলেরা পেশা সংকটে পড়েন। সম্প্রতি জেলেদের জালে অন্যান্য মাছের সাথে ইলিশ ধরা পড়ায় তারা বেশ খুশি।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সরেজমিনে হাকালুকি হাওরে গেলে জেলেরা জানান, গত চার-পাঁচ বছর ধরেই হাকালুকি হাওরে ইলিশ ধরা পড়ছে। তবে এবার জালে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে।

বড়লেখা উপজেলা মৎস্য অফিসের স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি ও প্রাক্তন তথ্য সংগ্রহকারী (হাওর প্রকল্প) সাম-ছুল হাসান দৈনিক ইত্তেফাককে জানান, প্রতি বছর হাওরে ছোট ছোট ২-৪টি ইলিশ ধরা পড়লেও এবার মোটামুটি বড় ইলিশ ধরা পড়ছে। এতে জেলেদের মুখে হাসির ঝলক ফুটে উঠেছে। স্থানীয় ব্যবসায়ীরা হাকালুকির ইলিশ বিভিন্ন বাজারে বিক্রি করছে।

এ ব্যাপারে বড়লেখার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী বলেন, ‘ইলিশ মূলত সমুদ্রের মাছ। ডিম ছাড়তে এরা নদী ও মোহনায় আসে। আগাম বন্যা ও অধিক প্রাপ্যতার কারণে হাকালুকি হাওরে ইলিশ মাছ এখন পাওয়া যাচ্ছে। নদীর সাথে হাকালুকি হাওরের সংযোগ থাকায় বন্যার সময় এরা হাওরে চলে আসে। ইলিশ নিয়ে সরকার দক্ষিণাঞ্চলে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। যার কারণে জাটকা মারা বন্ধ হয়েছে। ফলে ইলিশের উৎপাদন বেড়েছে। এ ধারা অব্যাহত থাকলে হাকালুকিতে আগামী বছর থেকে ইলিশ বেশি করে ধরা পড়বে।’

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.