শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

রঙিন হবে ফেসবুকের কমেন্ট

বিষেরবাঁশী ডেস্ক: ফেসবুকে ইদানিং নিত্য-নতুন ফিচার সংযুক্ত করা হচ্ছে। গত বছরের শেষদিকে রঙিন ব্যাকগ্রাউন্ডে স্ট্যাটাস দেওয়ার সুবিধা চালু করে ফেসবুক। এরই ধারাবাহিকতায় ফেসবুকে এবার স্ট্যাটাসের পাশাপাশি কমেন্টেও একই ফিচার চালু করছে। ইতোমধ্যে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য স্মার্টফোন অ্যাপে এই ফিচারটি চালু করা হয়েছে।

বর্তমানে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে অনেকেই রঙ্গিন ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি যুক্ত করে থাকেন। এই ফিচারটি চালু করা হলে কমেন্ট করার ক্ষেত্রেও একই সুবিধা পাওয়া যাবে। অবশ্য এর আগে ২০০০ সালে মাইস্পেসেও একইভাবে কমেন্ট করার সুবিধা দিয়েছিল।

তবে নতুন এই ফিচার সম্পর্কে ফেসবুকের একজন মুখপাত্র জানান, ‘পারস্পরিক যোগাযোগের জন্য নিত্যনতুন উপায় বের করতে আমরা সবসময়ই কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসেবে কমেন্টে রঙিন ব্যাকগ্রাউন্ড সুবিধা চালু করা হচ্ছে। তবে সকল ফেবসুক ব্যবহারকারীরা কবে নাগাদ এই ফিচারটি ব্যবহার করতে পারবে,তা এখনও জানানো হয়নি।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: বিজ্ঞান ও প্রযুক্তি

Leave A Reply

Your email address will not be published.