শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

‘সপ‌রিবা‌রে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কলঙ্ক মুছে ফেলা যাবে না’

বিষেরবাঁশী ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে পরাধীনতার হাত থেকে বাঁচাতে আজীবন সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুকে সপ‌রিবা‌রে হত্যাকা‌ণ্ডে বাঙালি জাতির ওপর যে কলঙ্ক পড়েছে, তা কখনো মুছে ফেলা যাবে না।

প্রতিমন্ত্রী শুক্রবার বাঘা উপজেলার মনিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শোক দিবসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা ব‌লেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরেই সব কিছু শক্ত হাতে মোকাবিলা করতে শুরু করেন। শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি যোগ্য পিতার যোগ্য সন্তান।

তিনি বলেন, বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণকে কিছু দেয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। ১৬ কোটি মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে নেতাকর্মীদের সততা নিয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু পরিবারের শহীদদের আত্মার মাগ‌ফিরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সহসভাপতি আজিজুল আলম, সাংস্কৃতিক জোটের সভাপতি নিজামুল হক নিজাম, যুবলীগের সভাপতি জাহেদুল ইসলাম টিটন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুনসহ অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী চারঘাট উপজেলা ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শোক দিবসের স্মরণসভায়ও প্রধান অতিথি হি‌সে‌বে যোগ দেন।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.