শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

ভারত সেনা না সরালে এবার যুদ্ধ, চীনা সেনা কর্মকর্তার হুমকি

বিষেরবাঁশী ডেস্ক: যুদ্ধ এড়াতে চাইলে ডোকলাম থেকে সেনা সরিয়ে নিক ভারত। ফের হুঁশিয়ারি চীনের। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নিজেদের এলাকাকে রক্ষা করতে চীনের সেনা স্থির এবং দৃঢ় সংকল্প। পিপলস লিবারেশন আর্মির সিনিয়র কর্নেল লি লি বেইজিংয়ের হুয়াইরোউ সেনা ছাউনিতে আয়োজিত এক কর্মসূচিতে ভারতীয় সাংবাদিকদের গতকাল সোমবার এ কথা বলেছেন। জানিয়েছে সংবাদ মাধ্যম নিউজ ১৮।

ডোকলাম সংকটের বিষয়ে চীনের সেনাবাহিনী কী ভাবছে, ভারতীয় সাংবাদিকরা তা রিপোর্টও করতে পারেন, এমন মন্তব্যও করেছেন লি লি। চীনা সরকারের খরচেই উত্তর বেইজিংয়ের হুয়াইরোউ সেনা ছাউনিতে গিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। যদি ভারত ডোকলাম থেকে সেনা প্রত্যাহার না করে, তাহলে চীন কী করবে? এমন প্রশ্ন ছিল লি লি’র প্রতি।

জবাবে তিনি বলেন, পিএলএ কী করবে, তা ভারতের পদক্ষেপের উপর নির্ভর করছে। যখন প্রয়োজন মনে করব, আমরা উপযুক্ত পদক্ষেপই করবো। অর্থাৎ, লি’র প্রচ্ছন্ন হুঁশিয়ারি ভারত সেনা প্রত্যাহার করলে সমস্যা নেই। কিন্তু না করলে চীন সামরিক পদক্ষেপ নেবে। আনন্দবাজার।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.