বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

ছাগল মরার খবর শেয়ারে মামলা করা ঠিক হয়নি: বাদী সুব্রত

বিষেরবাঁশী ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দর বিতরণ করা একটি ছাগলের মৃত্যুর খবর ফেসবুকে শেয়ার করার কারণে গ্রেফতার সাংবাদিক আবদুল লতিফ মোড়লকে জামিনের বিষয়ে মামলার বাদী খুলনার স্পন্দন পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি সুব্রত ফৌজদার বলেন, মোড়লের জামিনে আমি খুশি হয়েছি। উনি আমার সহকর্মী। উনার বিরুদ্ধে মামলা করা আমার ঠিক হয়নি। আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি। আমি মামলা প্রত্যাহার করে নেব। বুধবার দুপুরে টেলিফোনে এসব কথা বলেন তিনি।

মামলা পেছেনে কোনো রহস্য কিংবা স্বার্থ আছে কী না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘কোনো স্বার্থ নেই। আবদুল লতিফ মোড়ল প্রায়ই সরকারের বিরুদ্ধ ফেসবুকে স্ট্যাটাস দেন। স্যার (মন্ত্রী) এলাকায় অনেক ভালো কাজ করছেন। উনাকে নিয়ে নিউজ শেয়ার দেয়ার কারণে কষ্ট পেয়েছি, ফলে আমি মামলা করেছি।’ ছাগল মরার খবর শেয়ারে মামলা করা ঠিক হয়নি: বাদী সুব্রত সাংবাদিক আবদুল লতিফ মোড়লকে জামিন দিয়েছেন আদালত
মামলা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, ‘মামলা প্রত্যাহারের প্রক্রিয়া আমার জানা নেই। সাংবাদিক বড় ভাইদের সঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। যেভাবে মামলা প্রত্যাহার করতে হয় আমি সেভাবেই সব করবো।’

ছাগল মরার খবর শেয়ারে মামলা করা ঠিক হয়নি: বাদী সুব্রত

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দর বিতরণ করা একটি ছাগলের মৃত্যুর খবর ফেসবুকে শেয়ার করায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় করা মামলায় সাংবাদিক আবদুল লতিফ মোড়লকে সোমবার মধ্যরাতে ডুমুরিয়া উপজেলার খরসংঘ গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে খুলনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২ এ হাজির করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। বুধবার সকাল সাড়ে ১১টায় খুলনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাবিন পুলিশ রিপোর্ট আসা পর্যন্ত আবদুল লতিফ মোড়লের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। ছাগল মরার খবর শেয়ারে মামলা করা ঠিক হয়নি: বাদী সুব্রত
লতিফ খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক প্রবাহের’ ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি। তার বিরুদ্ধে সোমবার রাত ৯টার দিকে মামলাটি করেন যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক স্পন্দনের’ ডুমুরিয়া প্রতিনিধি সুব্রত কুমার ফৌজদার।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: অপরাধ ও দুর্নীতি,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.