শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

কৃত্রিম বারাক ওবামাকে নিয়ে হাজির বিজ্ঞানীরা

বিষেরবাঁশী ডেস্ক: বিজ্ঞানীদের হাতে তৈরি হলেন কৃত্রিম বারাক ওবামা। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের একদল গবেষক কম্পিউটারের সাহায্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি হুবহু ইমেজ তৈরি করেছেন।

আর এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে প্রেসিডেন্ট ওবামা কথা বলার সময় ঠিক যেভাবে মুখ নাড়ান, সেটি ধরার জন্যে। ফলে এই সিনথেটিক ওবামার মুখে এখন যেকোনো কথা বসানো সম্ভব।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই প্রযুক্তির মাধ্যমে চাইলে যেকোনো মানুষেরই হুবহু অবয়ব তৈরি করা যাবে। তাছাড়া অতীতের অনেক বিখ্যাত ব্যক্তিদের স্থির ছবি থেকেও তাদের মুখে স্বর ফোটানো যাবে। এমনকি নাড়াচাড়া করিয়ে অন্য মানুষের কথাবার্তাও তাদের দিয়ে বলানো যাবে। যদিও তারা আর আসল মানুষটি থাববেন না। বিবিসি।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.