বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

বেনাপোলে ১ কেজি ২৫০ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

বিষেরবাঁশী ডেস্ক: ভারতে পাচারের সময় আজ সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট থেকে ১ কেজি ২৫০ গ্রাম স্বর্ণসহ সেলিম হাওলাদার নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা।

বেনাপোল শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক আব্দুস সাদেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্স ল্যান্ড এলাকা থেকে সেলিম হাওলাদার নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়। পরে তার জুতার ভিতর থেকে ১ কেজি ২৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। গত চার দিনে এ চেকপোস্ট থেকে ৫ কেজি ২৫০ গ্রাম স্বর্নসহ চার চোরাকারবারীকে আটক করা হয়েছে।

আটক সেলিম হাওলাদার ঢাকা মুন্সিগঞ্জ জেলার টুংগিবাড়ী এলাকার শামছুল হকের ছেলে। তিনি ঢাকার মীরপুর-১ এ একটি ভাড়া বাড়িতে বসবাস করেন।

উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হয়েছে এবং আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: অপরাধ ও দুর্নীতি

Leave A Reply

Your email address will not be published.